ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শিক্ষা

করোনা: একদিনের বেতন দান করল আইইউবিএটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
করোনা: একদিনের বেতন দান করল আইইউবিএটি .

ঢাকা: পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও হানা দিয়েছে মরণঘাতি নোবেল করোনাভাইরাস। দেশের এমন দুঃসময়ে এগিয়ে এসেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ফ্যাকাল্টি অফিসার্স এবং স্টাফগণ। তারা প্রত্যেকে দান করছেন তাদের একদিনের বেতন।

আইইউবিএটির উপ-পরিচালক (জনসংযোগ) মো. আল আমীন সিকদার শিহাব পাঠানো সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, মানবতার কাজে সর্বদাই আইইউবিএটি পরিবার নিবেদিত।

এই সংকটকালে দেশের জন্য কিছু করতে পারায় ফ্যাকাল্টি, অফিসার্স স্টাফগণ গর্বিত।  

শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে বেসরকারি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ঢাকার উত্তরায় ১০ নম্বর সেক্টরে ২০ বিঘা জমিতে স্থায়ী ক্যাম্পাসে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৫০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এমআইএইচ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।