ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শিক্ষা

৩ হাজার স্যানিটাইজার বিতরণ করলো রাবি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
৩ হাজার স্যানিটাইজার বিতরণ করলো রাবি

রাবি: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি প্রতিরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের সহযোগিতায় তিন হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।  

এ সময় স্যানিটাইজারগুলো রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র, সংসদ সদস্যরা, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক (ডিসি) বরাবর পাঠানো হয়।

তাদের মাধ্যমে প্রয়োজন অনুসারে প্রত্যেকটি ওয়ার্ডে এগুলো বিতরণ করা হবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বাংলানিউজকে বলেন, বিশ্বজুড়ে করোনার মহামারী আকার ধারণ করেছে। এ থেকে বাঁচতে প্রয়োজন সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা।  

বিতরণকালে উপস্থিত ছিলেন রাবির উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।