ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শিক্ষা

করোনা: বশেফমুবিপ্রবির বন্ধ বেড়েছে ২৫ এপ্রিল পর্যন্ত 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
করোনা: বশেফমুবিপ্রবির বন্ধ বেড়েছে ২৫ এপ্রিল পর্যন্ত 

ঢাকা: সরকারি নির্দেশনা অনুযায়ী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের সময়সীমা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বেড়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।  

এর আগে করোনা পরিস্থিতি মোকাবিলায় গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়।

২২ মার্চ থেকে বন্ধ রাখা হয় প্রশাসনিক কার্যক্রম।  

পরে পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্দেশনা অনুসারে এ ছুটি দুই দফায় ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এখন তা ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।  

এদিকে ছুটির এ সময়ে শিক্ষার্থীসহ সবাইকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি তিনি সবাইকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।