ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শিক্ষা

প্রকৌশলে অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন জামিলুর রেজা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
প্রকৌশলে অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন জামিলুর রেজা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): একুশে পদকপ্রাপ্ত বরণ্য প্রকৌশলী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) শােকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন এদেশের একজন স্বনামধন্য প্রকৌশলী, শিক্ষাবিদ ও গবেষক। তিনি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্বনামধন্য অধ্যাপক।

এছাড়া তিনি বঙ্গবন্ধু সেতু প্রকল্পের পরামর্শকসহ জাতীয় বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

দেশের বিভিন্ন অবকাঠামা নির্মাণ, শিক্ষা বিস্তার ও প্রকৌশল গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লখ করেন।

উপাচার্য মরহুমের রহুের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের শােকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।