ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইউজিসির বিভিন্ন শূন্য পদে নিয়োগ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মে ৫, ২০২০
ইউজিসির বিভিন্ন শূন্য পদে নিয়োগ স্থগিত ইউজিসি

ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বিভিন্ন শূন্য পদে নিয়োগ স্থগিত করেছে কমিশন।

বিভিন্ন পদে নিয়োগের জন্য গত ২০ মার্চ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে আবেদনপত্র জমা দেওয়ার সময় ১৪ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়।

ইউজিসি মঙ্গলবার (৫ মে) এj বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে বাংলাদেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ব্যাপক বিস্তার বেড়েছে। এমতাবস্থায় করোনা সংক্রমণ পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ওই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মে ০৫, ২০২০
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।