ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

করোনায় মৃত ভিসি নাজমুলের জন্য ইউজিসি চেয়ারম্যানের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মে ৭, ২০২০
করোনায় মৃত ভিসি নাজমুলের জন্য ইউজিসি চেয়ারম্যানের শোক

ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নাজমুল করিম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।

বৃহস্পতিবার (৭ মে) এক শোকবার্তায় ইউজিসি চেয়ারম্যান বলেন, অধ্যাপক নাজমুল করিম একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষকের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

ইউজিসি চেয়ারম্যান তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় এ প্রবীণ শিক্ষাবিদ বুধবার (৬ মে) দিনগত রাত সাড়ে ১২টায় ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

তিনি শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং আশা করেন তার পরিজন ও শুভানুধায়িরা এ শোক কাটিয়ে উঠতে পারবে। শোকবার্তায় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ সাবেক শিক্ষকের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ০৭, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।