ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

খোলার ব্যাপারে ফের বৈঠকে বসছে রাবি প্রশাসন 

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, মে ৩০, ২০২০
খোলার ব্যাপারে ফের বৈঠকে বসছে রাবি প্রশাসন 

রাবি: চলমান করোনা পরিস্থিতির কারণে আগামী ১৫ জুন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধ রাখতে নিজেদের নির্দেশনা প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। 

ইউজিসি থেকে মৌখিকভাবে জানানো হয়েছে- কবে থেকে ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম শুরু করবে, তা স্ব স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরা বৈঠক করে সিদ্ধান্ত নেবে।

এদিকে, ২৪ ঘণ্টার ব্যবধানে ইউজিসির দুই রকম নির্দেশনায় বিপাকে পড়েছে রাবি কর্তৃপক্ষ।

১৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশনা দিয়ে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে শুক্রবার (২৯ মে) বিকেলে অনির্ধারিত বৈঠক করে রাবি প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা।  

>> ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকছে রাবি

সেখানে প্রাথমিক সিদ্ধান্ত হয়- ইউজিসির নির্দেশনা মেনে ১৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হবে। কিন্তু ইউজিসি নির্দেশনা প্রত্যাহার করায় শনিবার (৩০ মে) ফের বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বাংলানিউজকে বলেন, একবার-তো বৈঠকে আমরা সিদ্ধান্ত নিলাম- ইউজিসির নির্দেশনা মেনে ১৫ তারিখ পর্যন্ত ক্যাম্পাস খুলবো না। কিন্তু এখন-তো ভিন্ন নির্দেশনার কথা শুনছি।  

তিনি আরও বলেন, নতুন করে ইউজিসি চেয়ারম্যান বলেছেন- দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে, তারা কবে ক্যাম্পাস খুলবে। ফলে রাবি খোলার বিষয়ে শনিবার ফের উপাচার্য আমাদের ডেকেছেন। সেখানে পুনরায় বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, সরকার অফিস-আদালত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়ার পরপরই সীমিত পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ২ জুন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।

করোনা সংক্রমণ ঠেকাতে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, মে ৩০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।