ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

এসএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ৭৮.৭৯, বেড়েছে জিপিএ-৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মে ৩১, ২০২০
এসএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ৭৮.৭৯, বেড়েছে জিপিএ-৫

সিলেট: এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৩ জন শিক্ষার্থী।

রোববার (৩১ মে) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ বাংলানিউজকে বলেন, এবার বিষয়ভিত্তিক পরীক্ষার্থীরা ভালো ফলাফল করায় পাসের হার প্রায় ৮ শতাংশ বেড়েছে। সেইসঙ্গে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাটাও বেড়েছে।

তিনি বলেন, ২০১৯ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৮৩ এবং জিপিএ-৫ ছিল ২ হাজার ৭৫৭ জন। আর এবার জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৮৩ জন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ৩১, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।