ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

জিপিএ ৫- এ মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক সেরা 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, জুন ১, ২০২০
জিপিএ ৫- এ মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক সেরা 

মধুপুর (টাঙ্গাইল):  এসএসসি ২০২০ সালে অনুষ্ঠিত পরীক্ষার ফলে টাঙ্গাইলের মধুপুরে জিপিএ-৫ পেয়েছে ২৮৬ শিক্ষার্থী। আর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের। 

ওই বিদ্যালয় বরাবরের মতো উপজেলা পর্যায়ে সেরা হয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এর মধ্যে গোল্ডেন ৫৬ জন।

রোববার (৩০ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা’র প্রকাশিত ফল থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩৭৮ উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫  পেয়েছে ১৯৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ১৭৩, মানবিকে ২২ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১ জন। প্রতিষ্ঠানটির পাশের হার ৯৮.৯৫ ভাগ। এ হার বিজ্ঞান বিভাগে ৯৯.৫৫ ভাগ, মানবিকে ৯৭.৮১ ভাগ ও ব্যবসায় শিক্ষায় শতভাগ।

এছাড়া গাংগাইর আহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় থেকে দ্বিতীয় সর্বোচ্চ ২১, রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তৃতীয় সর্বোচ্চ ২০ জিপিএ-৫ পেয়েছে। এছাড়া চাপড়ীগণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০, বানূরগাছী উচ্চ বিদ্যালয় থেকে ৮, রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ জন।  

মধুপুর উপজেলায় এবার এসএসসিতে ২ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১৫৩ জন পাস করেছে। ফলাফলে পাশের হার ৯২.২০ ভাগ।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুন ০১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।