ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

সংগীত জগতে নতুন মাত্রা যোগ করেছিলেন এন্ড্রু কিশোর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
সংগীত জগতে নতুন মাত্রা যোগ করেছিলেন এন্ড্রু কিশোর বরেণ্য সংগীত শিল্পী এন্ড্রু কিশোর (বামে) এবং ঢাবি উপাচার্য (ডানে)।

ঢাকা বিশ্ববিদ্যালয়: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সংগীত শিল্পী এন্ড্রু কিশোর বাংলাদেশের সংগীত জগতে নতুন মাত্রা যোগ করেছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

মঙ্গলবার (৭ জুলাই) এক শোকবার্তায় উপাচার্য এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এন্ড্রু কিশোর একজন অত্যন্ত জনপ্রিয় সংগীত শিল্পী ছিলেন।

বাংলাদেশের আধুনিক, লোক, দেশাত্মবোধক ও চলচ্চিত্র জগতের কালজয়ী অনেক গান তার কণ্ঠে সমৃদ্ধ হয়েছে। হাসি-আনন্দ, প্রেম-বিরহ, সুখ-দুঃখ, সব অনুভূতির গান গেয়ে তিনি বাংলাদেশের সংগীত জগতে এক নতুন মাত্রা যোগ করেছে। নন্দিত এ গুণী শিল্পী তার অসংখ্য কালজয়ী গানের মধ্য দিয়ে সংগীতপ্রেমীদের নিকট স্মরণীয় হয়ে থাকবেন। ’

উপাচার্য মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এন্ড্রু কিশোর ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহীতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
এসকেবি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।