ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিনামূল্যে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয়ের প্রধানদের কাছে আনুষ্ঠানিকভাবে এ বই বিতরণ করা হয়।

 

জানা গেছে, মুজিব বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে উপজেলার বার্ষিক উন্নয়ন তহবিল (এডিবি) থেকে একটি প্রকল্প গ্রহণ করা হয়। এ প্রকল্পের মাধ্যমে অর্ধসহস্রাধিক বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই ক্রয় করে শিক্ষার্থীদের হাতে বিতরণের উদ্যোগ নেওয়া হয়।  

উপজেলার সেরা ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটির ২৫ জন শিক্ষার্থী একটি করে বই পাবে। করোনা সংক্রমণ রোধে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের হাতে বইগুলো আনুষ্ঠানিক ভাবে তুলেন দেন উপজেলা প্রশাসন। এরপর বিদ্যালয় কর্তপক্ষ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেবেন। এছাড়াও স্বেচ্ছাসেবী সাহিত্য সংগঠন সারপুকুর যুব ফোরাম পাঠাগারেও ৫টি বই বিনামূল্যে সরবরাহ করা হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধিদের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (পিপিই) ও মাস্ক বিতরণ করা হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন- আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আরিফ মাহাফুজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন, উপজেলা সমবায় অফিসার ফজলে এলাহী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।