ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

অশ্বিনী কুমার দত্তের নামে কলেজের নামকরণের দাবিতে স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
অশ্বিনী কুমার দত্তের নামে কলেজের নামকরণের দাবিতে স্মারকলিপি মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে কলেজের নামকরণের দাবিতে স্মারকলিপি

বরিশাল: সরকারি বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণের দাবিতে বরিশালে বিভিন্ন কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।  

রোববার (১৯ জুলাই) সকাল থেকে এই স্মারকলিপি দেন বরিশালের সুশীল সমাজের নেতারা।

 

মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণের দাবি জানিয়ে আসা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুর রহমান মিরণ বলেন, আমাদের দাবি আদায়ের লক্ষ্যে এবং আধুনিক বরিশালের রূপকার ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখা মহাত্মা অশ্বিনী কুমার দত্তকে সম্মানিত করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার ও বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।  

তিনি আরও বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
এমএস/ওএফবি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।