ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

প্রযুক্তির সহায়তায় উচ্চশিক্ষা কার্যক্রম চলমান রাখার আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
প্রযুক্তির সহায়তায় উচ্চশিক্ষা কার্যক্রম চলমান রাখার আহ্বান ইউজিসির আইএমসিটি বিভাগ আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা: বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের বিশ্ববিদ্যালয়সমূহের কার্যক্রম প্রযুক্তির সহায়তায় এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।

ইউজিসির আইএমসিটি বিভাগ আয়োজিত ‘অনলাইন সভা আয়োজন ও অংশগ্রহণের কলাকৌশল’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সোমবার (২০ জুলাই) প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দেশের বিশিষ্ট প্রযুক্তিবিদ প্রফেসর সাজ্জাদ হোসেন উচ্চশিক্ষার সাথে সংশ্লিষ্টদের কোভিড-১৯ পরিস্থিতিতে সর্বশেষ প্রযুক্তি বিষয়ে জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা অর্জন করা জরুরি বলে মনে করেন। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিযুক্ত কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার পরামর্শ দেন।

ইউজিসির এই সদস্য আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও কোভিড-১৯ বাস্তবতায় ফ্রন্টিয়ার প্রযুক্তি ব্যবহারে অধিক গুরুত্ব দিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি জ্ঞানের বিকল্প নেই।

ইউজিসিতে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালায় কমিশনের বিভিন্ন বিভাগের ১০ জন কর্মকর্তা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং আইএমসিটি বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।