ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

ডাকসু নির্বাচনে ব্যালট উদ্ধার: প্রাধ্যক্ষের পদাবনতি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
ডাকসু নির্বাচনে ব্যালট উদ্ধার: প্রাধ্যক্ষের পদাবনতি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ডাকসু নির্বাচনে কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি ব্যালট বাক্স উদ্ধারের ঘটনায় তৎকালীন ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ শবনম জাহানকে সাময়িক চাকরিচ্যুতির শাস্তি বাদ দিয়ে পদ অবনতি করা হয়েছে। ফলে সহযোগী অধ্যাপক থেকে তিনি এখন সহকারী অধ্যাপক।

সোমবার (২০ জুলাই) বিশ্ববিদালয়ের সিন্ডিকেট সভায় এ সংক্রান্ত গঠিত কমিটি তাদের প্রতিবেদন প্রকাশ করে। সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক ড. হুমায়ুন কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২৮ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডাকসু নির্বাচনের সময় সিল মারা ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় শবনম জাহানকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৪১৪ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
এসকেবি/এইচএমএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।