ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

শিক্ষা

মাদারীপুরে পাকিস্তানি গভর্নরের নামে থাকা কলেজের নাম পরিবর্তন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
মাদারীপুরে পাকিস্তানি গভর্নরের নামে থাকা কলেজের নাম পরিবর্তন সরকারি নাজিমউদ্দিন কলেজ

ঢাকা: ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানি গভর্নর খাজা নাজিমউদ্দিনের নামে নামকরণকৃত মাদারীপুরের ‘সরকারি নাজিমউদ্দিন কলেজে’র নাম বদলে ‘মাদারীপুর সরকারি কলেজ’ করা হয়েছে।
 
গভর্নর খাজা নাজিমউদ্দিনের নামে ১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর এ কলেজটি প্রতিষ্ঠিত হয়।

এরপর ১৯৭৯ সালের ৭ মে কলেজটি সরকারি হয়।

এ কলেজের নাম পরিবর্তন করে ‘মাদারীপুর সরকারি কলেজ’ রেখে মঙ্গলবার (২২ জুলাই) কলেজটির অধ্যক্ষকে চিঠি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
 
শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. হরুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কলেজটির নাম পরিবর্তন করে ‘মাদারীপুর সরকারি কলেজ, মাদারীপুর’ করা হলো।

১০ দশমিক ৯৮ একর জমির উপর প্রতিষ্ঠিত এ কলেজে তিনটি অনুষদের অধীনে ২১টি বিভাগ রয়েছে বলে ওয়েবসাইট থেকে জানা যায়।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad