ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

বশেফমুবিপ্রবির একাডেমিক কাউন্সিলের ৪র্থ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
বশেফমুবিপ্রবির একাডেমিক কাউন্সিলের ৪র্থ সভা অনুষ্ঠিত বশেফমুবিপ্রবির একাডেমিক কাউন্সিলের ৪র্থ সভা ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত

ঢাকা: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ভার্চ্যুয়াল পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।  

সভায় একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও বশেফমুবিপ্রবির রেজিস্ট্রার জনাব খন্দকার হামিদুর রহমান সভার আলোচ্য সূচি উপস্থাপন করেন।  

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।  

অনলাইনে বশেফমুবিপ্রবির একাডেমিক কাউন্সিলের সদস্য ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রপ বোটানি বিভাগের অধ্যাপক ড. একেএম জাকির হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. এসএম বখতিয়ার, ইনস্টিটিউট অব মাইনিং মিনারোলজি অ্যান্ড মেটেরলজি (বিসিএসআইআর), জয়পুরহাটের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ নাজিম জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মারুফ, বশেফমুবিপ্রবির সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এএইচএম মাহবুবুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শাহজালাল এবং প্রভাষক জনাব রিপন রায় প্রমুখ সভায় অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।