ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

‘গবেষণার উন্নয়নে রিসার্চ প্রফেসর পদ সৃষ্টি করা যেতে পারে’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
‘গবেষণার উন্নয়নে রিসার্চ প্রফেসর পদ সৃষ্টি করা যেতে পারে’ ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান/ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়: মৌলিক গবেষণার উন্নয়ন ও ক্ষেত্র সম্প্রসারণ এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি রিলেশন বৃদ্ধির লক্ষ্যে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রিসার্চ প্রফেসর এবং রিসার্চ অ্যাসোসিয়েট প্রফেসর পদ সৃষ্টি করতে পারে বলে অভিমত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।  

শনিবার (২৫ জুলাই) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে আয়োজিত এক ভার্চ্যুয়াল সভায় এ অভিমত দেন তিনি।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) অর্জনে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা, করণীয় ও সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য ঢাবি উপাচার্য এই সভা আহ্বান করেন।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এ সভায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত ‘এসডিজিএস রেসপন্স কো-অর্ডিনেশন সেল’র আলোকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি করে ‘এসডিজিএস’ রেসপন্স কো-অর্ডিনেশন সেল গঠন করার ব্যাপারে গুরুত্বারোপ করেন উপাচার্যরা।  

গত ৯ ও ১০ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের (এসডিএসএন) উদ্যোগে দু’দিনব্যাপী এক বিশেষ আন্তর্জাতিক ভার্চ্যুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, উপ-মহাসচিব আমিনা মোহাম্মেদ ও ইউএন-এসডিএসএন’র প্রেসিডেন্ট ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেফরি সাচস্ বক্তব্য রাখেন।  

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ওই সম্মেলনে অংশগ্রহণ করে যে অভিজ্ঞতা অর্জন করেন তার আলোকে একটি সংক্ষিপ্ত নোট শনিবারের সভায় উপস্থাপন করেন। এক্ষেত্রে তিনি রিসার্চ ইনোভেশন, কারিকুলাম রিডিজাইনিং উইথ ইন্টার-ডিসিপ্লিনারি অ্যান্ড পোস্ট-ডিসিপ্লিনারি ফোকাস, ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ ও এসডিজিএস সেল শীর্ষক চারটি কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
এসকেবি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।