ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

রুয়েটে ঈদের ছুটি শুরু মঙ্গলবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
রুয়েটে ঈদের ছুটি শুরু মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)

রাবি: ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছুটি শুরু মঙ্গলবার (২৮ জুলাই) থেকে। যা চলবে ৫ আগস্ট পর্যন্ত।

 

সোমবার (২৭ জুলাই) বিকেলে রুয়েটের জনসংযোগ দফতর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে জানানো হয়, ঈদের ছুটি চলাকালীন সময়ে রুয়েটের সব রকম প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। কেবলমাত্র জরুরি শাখাগুলোতে বিশেষ ব্যবস্থায় কর্মকাণ্ড চলবে। এসময়ে বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।  

৬ ও ৭ আগস্ট রুয়েটের সাপ্তাহিক ছুটি থাকায় ঈদের ছুটি শেষে আগামী ৮ আগস্ট থেকে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। সব বিভাগের অনলাইন ক্লাসও এদিন থেকে শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।