ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

আশাকরি শিগগিরই শিক্ষার্থীদের সু-খবর দিতে পারবো: দীপুমনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
আশাকরি শিগগিরই শিক্ষার্থীদের সু-খবর দিতে পারবো: দীপুমনি শিক্ষামন্ত্রী দিপুমনি

চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অনলাইন ক্লাস করার জন্য আমাদের যে সব নির্দিষ্ট ডোমেন রয়েছে, সেগুলো খুব সহজভাবে ইন্টারনেটে ব্যবহার করার জন্য আমরা টেলিফোন কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করছি। যাতে করে শিক্ষার্থীরা খুব কম খরচে ওই ক্লাসগুলোতে ইন্টারনেট ব্যবহার করতে পারে।

বিনামূল্যে ব্যবহার করতে পারলে আরো ভালো। আশাকরি খুব শিগগিরই শিক্ষার্থীদের একটি সু-খবর দিতে পারবো।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর শহরের বকুলতলা রোডে মন্ত্রীর বাসভবনে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসের সহজ লভ্যতা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষাবর্ষ প্রায় শেষ পর্যায়ে বাকি সময়ের মধ্যে সিলেবাস সম্পূর্ণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো অসুবিধা হবে না। আমাদের অনলাইনে ক্লাস চলছে। যথাযথ সময়ের মধ্যেই আমরা আমাদের সিলেবাস শেষ করতে পারবো এবং অনলাইনে পরীক্ষার জন্য আমরা নানা রকম ব্যবস্থা করছি। আমার মনে হয়, আমাদের শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার তেমন কোনো সম্ভবনা আছে। তবে আমরা শতকরা ১শ ভাগ শিক্ষার্থীদের কাছে অনলাইনের মাধ্যমে পৌঁছাতে পারছি না। যাদের কাছে অর্থাৎ ৮-১০ ভাগ শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারি নাই, তাদের কাছে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছি। যদি একান্তই তাদের কাছে পৌঁছাতে না পারি, তাহলে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলে তাদের ক্ষতি পুষিয়ে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা করবো এ প্রতিশ্রুতি দিতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান, শিক্ষামন্ত্রীর বড়ভাই ডা. জেআর ওয়াদুদ টিপু, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিম, সদর সার্কেল মো. জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।