ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

করতোয়ায় গোসলে নেমে জাবি শিক্ষার্থীর মৃত্যু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
করতোয়ায় গোসলে নেমে জাবি শিক্ষার্থীর মৃত্যু

জাবি: গাইবান্ধার হাসবাড়িতে করতোয়া নদীতে গোসল করতে নেমে আল মোহাইমিন সিয়াম নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে মারা যান তিনি।

সিয়াম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী ও শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র ছিলেন।

সিয়ামের সঙ্গে থাকা জাবির বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য কেন্দ্রের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী রোহান বাংলানিউজকে জানান, ‘সিয়ামসহ আমরা কয়েকজন বন্ধু গাইবান্ধার হাসবাড়ির করতোয়া শাখা নদীতে গোসল করতে যাই। আমরা গোসল করে ওঠার সময় দেখি সিয়াম ও আমাদের আরেক বন্ধু সাজিদ পানিতে ডুবে যাচ্ছে। পরে আমরাসহ গ্রামের মানুষজন এসে সিয়াম ও সাজিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতলে নেওয়ার পর চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।