ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

ছাত্রত্বহীন শিক্ষার্থীদের সিট খালি করেই ঢাবির হল খুলবে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
ছাত্রত্বহীন শিক্ষার্থীদের সিট খালি করেই ঢাবির হল খুলবে ঢাবির হল

ছাত্রত্বহীন শিক্ষার্থীদের সিট খালি করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল  খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শনিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে বাংলানিউজকে তিনি এ কথা জানান।

ঢাবি উপাচার্য বলেন, হল খোলার পূর্ববর্তী করণীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। যাদের ছাত্রত্ব নেই তাদের সিট খালি করে হল খুলে দেওয়া হবে। তাহলে আমরা বুঝতে পারব কত জন ছাত্রের আবাসন নিশ্চিত করতে পারব। পূর্বের নিয়মে কোনভাবেই হল খুলে দেওয়া হবে না।  

তবে হল খোলার তারিখ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এসকেবি/এসএইচএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।