ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শিক্ষা

মৌলিক গবেষণার আহ্বান ঢাবি উপাচার্যের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
মৌলিক গবেষণার আহ্বান ঢাবি উপাচার্যের ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে মৌলিক প্রায়োগিক গবেষণা প্রকল্প গ্রহণ ও গবেষণাধর্মী প্রকাশনার জন্য প্রত্যেক বিভাগ, ইনস্টিটিউট, অনুষদ ও সেন্টারের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত এক সভায় তিনি এ আহ্বান জানান।

উপাচার্য গবেষণা প্রকল্পের জন্য সরকারি বিশেষ বরাদ্দ পাওয়ার কথা সভায় অবহিত করেন এবং এ বরাদ্দ দেওয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সব অনুষদের ডিন, সব বিভাগের চেয়ারম্যান, সব ইনস্টিটিউটের পরিচালক, সব ব্যুরো/গবেষণা কেন্দ্রের পরিচালক ও সংশ্লিষ্ট অফিস প্রধানরা সংযুক্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।