ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

শিক্ষা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনা: মুজিববর্ষ উপলক্ষে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্ববর) বিকেলে রূপসা বাইপাস সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ দুই শতাধিক গাছের চারা রোপণ করা হয়।

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. তারাপদ ভৌমিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বদ্যিালয়ের রেজিস্ট্রার মো. আব্দুর রউফ, পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) রবীন্দ্রনাথ দত্ত, সহকারী রেজিস্ট্রার কাজী মো. আহসানউল্লাহ, জন সংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিনা অছিকুর রহমান দোলনসহ কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
এরআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।