ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

শিক্ষা

সহকারী প্রক্টরের দায়িত্ব পেলেন রাবির ২ শিক্ষক

রাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
সহকারী প্রক্টরের দায়িত্ব পেলেন রাবির ২ শিক্ষক আরিফুর রহমান ও ড. আবুল বাশার মো. সরোয়ার আলম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২ জন নতুন সহকারী প্রক্টর নিযুক্ত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নবনিযুক্ত সহকারী প্রক্টররা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবুল বাশার মো. সরোয়ার আলম, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুর রহমান।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, নিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টররা রোববার বিকেলে দায়িত্ব গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এই পদে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।