ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

শিক্ষা

রাবির অফিসিয়াল ফেসবুক পেজ উদ্বোধন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২০
রাবির অফিসিয়াল ফেসবুক পেজ উদ্বোধন

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসিয়াল ফেসবুক পেজ খোলা হয়েছে।  

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সম্মেলন কক্ষে 'University of Rajshahi' নামের এ ফেসবুক পেজ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।

 

উদ্বোধনের আগে পেজের তত্ত্বাবধায়ক ও জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন ও মাল্টিমিডিয়া প্রজেক্টরে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। এ ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিজ্ঞপ্তি, গুরুত্বপূর্ণ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য, সংবাদ বিজ্ঞপ্তি, ছবি ও ভিডিও পাওয়া যাবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. বাবুল ইসলাম উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।