ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

শিক্ষা

কলাম লিখে চাকরি খোয়ালেন ঢাবি শিক্ষক মোর্শেদ হাসান খান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২০
কলাম লিখে চাকরি খোয়ালেন ঢাবি শিক্ষক মোর্শেদ হাসান খান মোর্শেদ হাসান খান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ‘বিতর্কিত’ কলাম লেখার কারণে চাকরিচ্যুত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খান।  

বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভা সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে।

সভায় অধ্যাপক মোর্শেদ হাসানের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সংবিধান অবমাননার অভিযোগ এনে তাকে চাকরিচ্যুত করার সুপারিশ করে বিষয়টি তদন্তে গঠিত ট্রাইব্যুনাল। পরবর্তী সময়ে এটি সিন্ডিকেট অনুমোদন করে।

২০১৮ সালের ২৬ মার্চ জাতীয় দৈনিকে ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামে একটি কলাম লেখেন অধ্যাপক মোর্শেদ হাসান খান। এর বিভিন্ন অংশের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আন্দোলন করে ছাত্রলীগ। সম্প্রতি মুক্তিযুদ্ধ মঞ্চও স্মারকলিপি প্রদান করে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।