ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শিক্ষা

প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাড্রেস পাবে ঢাবি শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাড্রেস পাবে ঢাবি শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়: গবেষণাসহ বিভিন্ন ধরনের একাডেমিক কাজে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি দেওয়া হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাড্রেস দেওয়া হবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুমোদন দিয়েছেন। শিক্ষার্থীদের ইমেইল অ্যাড্রেস গুগলের G-Suite for Education এর মাধ্যমে দেওয়া হবে, যেখানে শিক্ষার্থীরা ই-মেইল ছাড়াও গুগল ড্রাইভ, গুগল ক্লাসরুম, গুগল মিটসহ G-Suite-এর অন্য সার্ভিস ব্যবহার করতে পারবে।

প্রতিটি বিভাগ/ইনস্টিটিউটে একজন করে ‘ই-মেইল অ্যাডমিন’ মনোনয়ন এবং শিক্ষার্থীদের তথ্য যাচাই করে আইসিটি সেলে পাঠাবে। এরপর শিক্ষার্থীদের ই-মেইল অ্যাকাউন্ট দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।