ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শিক্ষা

সাতক্ষীরায় শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
সাতক্ষীরায় শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ সাতক্ষীরায় শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়, ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সদর উপজেলা পরিষদের হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার উন্নয়নের জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচি’র আওতায় এ শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।

এ শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ চৌধুরী। সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির অর্থ ও বাইসাইকেল বিতরণ করেন।  

এ সময় ৬৮ জন শিক্ষার্থীর মধ্যে মোট দেড় লাখ টাকা ও ৩০ জনের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।