ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

শিক্ষা

প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিমদের মধ্যে বশেফমুবিপ্রবির খাবার বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিমদের মধ্যে বশেফমুবিপ্রবির খাবার বিতরণ  প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিমদের মধ্যে বশেফমুবিপ্রবির খাবার বিতরণ করা হয়, ছবি: বাংলানিউজ 

জামালপুর: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে এতিম ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) জামালপুরের মেলান্দহে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এতিমখানা ও দুঃস্থদের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।

 

এ সময় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর কাছে মোনাজাত করা হয়। একইসঙ্গে জাতির শান্তি, উন্নতি ও সমৃদ্ধির উত্তরোত্তর বৃদ্ধি কামনা করেও দোয়া করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।