ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

শিক্ষা

ক্যাম্পাসে বহিরাগতের হাতে ইবি কর্মকর্তা লাঞ্ছিত

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
ক্যাম্পাসে বহিরাগতের হাতে ইবি কর্মকর্তা লাঞ্ছিত

ইবি: ক্যাম্পাসে বহিরাগতদের হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের প্রটোকল অফিসার এসএম খাবিরুল ইসলাম লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই কর্মকর্তা।

লিখিত অভিযোগে অভিযুক্ত আবু সাইদের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী রেজিস্ট্রার সেলিম উদ্দীন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শাখা কর্মকর্তা উকিল উদ্দীন, কেন্দ্রীয় লাইব্রেরির প্রশাসনিক কর্মকর্তা আজিজুল হকের নাম উল্লেখ করেন। চিঠিতে খাবিরুল নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেন। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।  

ভুক্তভোগী কর্মকর্তা খাবিরুল জানান, রেজিস্ট্রার স্যার আমাকে জরুরি কাজের জন্য ডাকলে আমি ডরমেটরি (মমতাজ) থেকে বের হলে বহিরাগত বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শান্তিডাঙ্গা এলাকার আবু সাইদ বহিরাগত আমাকে চড়-থাপ্পড় মারে। পরে সেখানে থাকা অন্য কর্মকর্তারা আমাকে উদ্ধার করে।  

মারধরের কারণ জানতে চাইলে খাবিরুল বলেন, তার সঙ্গে কোনো ধরনের শত্রুতা ছিল না। কি কারণে আমাকে মারলো সেটাও জানিনা। আমি বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর অভিযোগ দিয়েছি। আশা করছি প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবেন।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন বাংলানিউজকে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী কর্মকর্তা খাবিরুল রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। ভিসি স্যার আসলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিবেন।   

এদিকে কর্মকর্তা খাবিরুলের লাঞ্চিত হওয়ার আগে একই ব্যক্তিদের হাতে ফরেন সেলে কর্মরত দৈনিক চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মুনজুরুল ইসলাম মুনজু লাঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, মুনজুরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ভবন থেকে রেব হলে অভিযুক্তরা একই কায়দায় তাকে লাঞ্চিত করে। সেখানে থাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে উদ্ধার করে। ভুক্তভোগী কর্মকর্তা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর মৌখিক অভিযোগ দিয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।