ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষা মন্ত্রণালয়ে ইবি উপাচার্যের যোগদান

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
শিক্ষা মন্ত্রণালয়ে ইবি উপাচার্যের যোগদান অধ্যাপক ড. আব্দুস সালাম

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৩তম উপাচার্য হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেছেন অধ্যাপক ড. আব্দুস সালাম।  

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আনুমানিক ১১টার দিকে উপাচার্য স্যার শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেছেন। আগামী রোববার (৩০ সেপ্টেম্বর) তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন।
 
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ সই করা এক প্রজ্ঞাপনে নিয়োগের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন, ১৯৮০ এর ১০(১) ধারা অনুসারে অধ্যাপক ড. শেখ আব্দুস সালামকে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ১৩তম ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।