ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

শিক্ষা

নির্যাতন-ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ববি শিক্ষক সমিতির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
নির্যাতন-ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ববি শিক্ষক সমিতির বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)/ ফাইল ফটো

বরিশাল: দেশে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতন-ধর্ষণের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। করোনা ভাইরাস মহামারিতে মানুষ যখন নজিরবিহীন আতঙ্কের মধ্যে দিনযাপন করছে, তখন এসব জঘন্য ও পাশবিক ঘটনা আমাদের হতবাক করেছে। এ ধরনের ঘটনা নারীদের মধ্যে নিরাপত্তাহীনতা, আতঙ্ক, এবং সামাজিক অস্থিরতা তৈরি করছে। ’

‘সঠিক তদন্ত, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও আইনের ফাঁক-ফোকরের কারণে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সমাজে এ ধরনের পাশবিক কর্মকাণ্ড রোধ করা যাচ্ছে না। এ সামাজিক ব্যাধির বিস্তার রোধে অপরাধীর দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির বিধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো ও সমাজের সব পর্যায়ের সচেতন নাগরিকদের এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। ’

ঘটনাগুলো আমলে নিয়ে দ্রুত অপরাধীকে গ্রেফতার করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, ‘শুধু গ্রেফতার যথেষ্ট নয়, দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। ’

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।