ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

ডুজার সভাপতি মেহেদী, সেক্রেটারি বাংলানিউজের কবির

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
ডুজার সভাপতি মেহেদী, সেক্রেটারি বাংলানিউজের কবির মেহেদী ও কবির

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ২০২০ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মেহেদী হাসান সভাপতি ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট সাজ্জাদুল কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


 
রোববার (১১ অক্টোবর) সমিতির কার্যালয়ে নিরর্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বোরহানুল হক সম্রাট।  

এসময় উপস্থিত ছিলেন দুই নির্বাচন কমিশনার- সমিতির সাবেক সভাপতি মাহবুব রনি, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম, বর্তমান সভাপতি রায়হানুল ইসলাম আবির, সাধারণ সম্পাদক এইচ এম ইমরান।
 
নয় সদস্যবিশিষ্ট কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি আশিক আব্দুল্লাহ অপু (দ্য ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জোবায়ের (দৈনিক সংবাদ), অর্থ সম্পাদক  আবু সাঈদ ইসিয়াম (আজকালের খবর), দপ্তর সম্পাদক ইসমাঈল সোহেল (নয়া দিগন্ত), কার্যনির্বাহী সদস্য মামুন তুষার (দৈনিক আলোকিত বাংলাদেশ), নাসিমুল হুদা (বাংলাদেশ প্রতিদিন) ও মাজহারুল ইসলাম রবিন (সমকাল)।
 
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।