ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে ধ্বনির আবৃত্তি উৎসব

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
জাবিতে ধ্বনির আবৃত্তি উৎসব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘ইথারে ইথারে প্রতিধ্বনিত হোক মুক্তির পয়গাম’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবৃত্তি সংগঠন ধ্বনির দু’দিন ব্যাপী আবৃত্তি উৎসব-২০২০ শুরু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাতটায় সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে শুরু হয় আয়োজনটি।

প্রথম দিনের আয়োজনে কবিতা পরিবেশন করেন আবৃত্তি শিল্পী মেহেদী হাসান, সংগঠনটির সাবেক সভাপতি কামাল উদ্দিন রিমন ও তৌহিদুল ইসলাম সিউল।

উৎসবের দ্বিতীয় দিন আয়োজনে অংশ নিবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রেজিনা ওয়ালী লীনা, আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন, পারভেজ চৌধুরী এবং বিপ্লব সাহা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ধ্বনির দুই যুগ পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো অনলাইনে এ উৎসবের আয়োজন করে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ০৬২৫, অক্টোবর ১২, ২০২০
এমএমআই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।