ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

শিক্ষা

জাবির আবৃত্তি সংগঠন ধ্বনির সভাপতি প্রীতম, সম্পাদক শাহরিয়ার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
জাবির আবৃত্তি সংগঠন ধ্বনির সভাপতি প্রীতম, সম্পাদক শাহরিয়ার ধ্বনির সভাপতি সামি আল জাহিদ প্রীতম, সম্পাদক ইমরান হাসান মু. শাহরিয়ার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ধ্বনির ২০২০-২১ সেশনের কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী সামি আল জাহিদ প্রীতমকে সভাপতি এবং মার্কেটিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ইমরান হাসান মু. শাহরিয়ারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির দুই যুগ পূর্তি উপলক্ষে দু’দিন ব্যাপী আবৃত্তি উৎসবের শেষদিন সোমবার (১২ অক্টোবর) এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি আসাদুল্লাহ আল গালিব।

কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি নাবিলা নূর মুমু ও মুবাশ্বির আলম উদয়, সহ-সাধারণ সম্পাদক শিমুল মিত্র, সাংগঠনিক সম্পাদক খোন্দকার রায়হানা জোহা এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাহাজাবিন সাওদা জাহান, অর্থ সম্পাদক জাহিদ হাসান, সহ-অর্থ সম্পাদক ইসরাত জাহান ঐশী, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক একরামুল হক অরণ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জিনিয়া আফরোজ ঝরা, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লিমা আক্তার, যোগাযোগ ও প্রচার সম্পাদক ফাইজা মেহজাবিন প্রিয়ন্তী, সহ-যোগাযোগ ও প্রচার সম্পাদক আরিফা সুলতানা রিতু, তথ্য-প্রযুক্তি ও মিডিয়া সম্পাদক এটিএম ফয়সাল রাব্বি, সহ-তথ্য-প্রযুক্তি ও মিডিয়া সম্পাদক সাদিয়া সরওয়ার উল্লাস।

এছাড়া, কার্যকরী সদস্য হিসেবে আছেন নারমিন সুলতানা উপমা, জুবায়ের আহমেদ, সাদিয়া আফরিন সুমি, জান্নাতুল ফেরদৌস ঐশী, জুবায়ের আল শাবাব, প্রত্যাশা সরকার, মৃত্তিকা পাঁড়ে, সাহারা আসমা তুলি ও সাজিয়া শারমিন শ্রাবণী।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।