ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক সহকারীতে ভাইভায় অংশ নেওয়াদের প্যানেল নিয়োগের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
প্রাথমিক সহকারীতে ভাইভায় অংশ নেওয়াদের প্যানেল নিয়োগের দাবি ছবি: জিএম মুজিবুর

ঢাকা: প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা ২০১৮-এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে প্যানেল গঠন করে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশী কমিটি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

এসময় প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা ২০১৮-এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে কমিটির পক্ষে প্রচার সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ভূঁইয়া বলেন, প্রাথমিক শিক্ষা খাত হলো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর। তবে দুঃখজনক হলেও সত্যি যে, শিক্ষক সংকটের ভয়াবহতা আলিঙ্গন করেই প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের কোমলমতি শিশুদের পাঠদান করতে হচ্ছে। আর এ বিষয়টি শিক্ষার মান উন্নয়নে গৃহীত নানা পদক্ষেপ ফলপ্রসূ হতে বাধার অন্যতম প্রধান কারণ।

তিনি বলেন, প্রাথমিক সহকারীতে প্যানেলের মাধ্যমে নিয়োগ প্রত্যাশী লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ চূড়ান্ত সুপারিশ বঞ্চিত মেধাবী প্রায় ৩০ হাজার চাকরিপ্রার্থী। আমাদের সবার দাবি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রত্যাশীদের সবাইকে কোভিডে অপূরণীয় ক্ষতিগ্রস্ত প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ক্ষতি পুষিয়ে নিতে যেন সার্কেল করে অবিলম্বে সরাসরি নিয়োগ দেওয়া হয়।  

সমাবেশ থেকে এসময় তারা মুজিব শতবার্ষিকীতে এ বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।