ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
বগুড়ায় মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষার্থীদের মানববন্ধন সেশনজট এড়াতে বগুড়ায় মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষার্থীদের মানববন্ধন

বগুড়া: সেশনজট এড়াতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রফেশনাল পরীক্ষায় অটোপ্রমোশনের দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছেন মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষার্থীরা।

বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে অংশ নেওয়া মেডিক্যাল ও ডেন্টালের শিক্ষার্থীরা জানান, বিগত ৭-৮ মাস ধরে মেডিক্যাল শিক্ষার্থীদের (১ম-৫ম বর্ষ) একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমান ইয়ারের টপিক অনলাইনে পাঠদানের মাধ্যমে নেওয়া হলেও পরবর্তী ফেজের ক্লাস এখনো শুরু হয়নি। এর মধ্যে ডিসেম্বরে প্রফের গুঞ্জন শোনা যাচ্ছে। এতে সেশনজটে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সেশনজট মুক্ত শিক্ষাবর্ষ পেতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রফেশনাল পরীক্ষায় অটোপ্রমোশনের দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে সেশনজটের মতো সংকটময় পরিস্থিতিতে যাতে না পড়তে হয় এজন্য স্বাস্থ্যমন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
কেইউএ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।