ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

শিক্ষা

করোনার উপসর্গ নিয়ে পুরুষের মৃত্যু বেশি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩০, অক্টোবর ২২, ২০২০
করোনার উপসর্গ নিয়ে পুরুষের মৃত্যু বেশি তথ্যচিত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশে মার্চ মাসে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে দুই হাজার ১৯৮ জনের। এর মধ্যে ১ হাজার ৭৬৬ জন পুরুষ এবং ৪৩২ জন মহিলার মৃত্যু হয়েছে।

গণমাধ্যম থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করে বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও) এর তৈরি করা সাপ্তাহিক তথ্যচিত্র থেকে বিষয়টি জানা গেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংস্থাটির সর্বশেষ গ্রাফ (১৭ অক্টোবর পর্যন্ত) থেকে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে দুই হাজার ১৯৮ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রামে ৭২৮ জন। এরপরে অবস্থান ঢাকার, মৃত্যু ৩৯৪ জনের। যা আগের হিসেবে ছিল ৩৯২ জন। ৩৫২ জন ও ২৪৪ জন নিয়ে খুলনা ও বরিশাল আছে তৃতীয় ও চতুর্থ স্থানে।  

সবচেয়ে কম মৃত্যু ময়মনসিংহে (৬০ জন)। মাসভিত্তিতে বিবেচনায় জুন মাসে বেশি মৃত্যু হয়েছে। ৭-১৩ জুন ২০৬ জন, ১৪-২০ জুন ২০৬ জন ও ২১-২৭ জুন ২২২ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এসকেবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।