ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে এমফিল-পিএইচডি কোর্সে ভর্তির সময় বাড়লো

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
জাবিতে এমফিল-পিএইচডি কোর্সে ভর্তির সময় বাড়লো জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) এবং মাস্টার অব ফিলোসফি (এমফিল) কোর্সে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে।

রোববার (০১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি-১) ড. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি গবেষণা কোর্সে সব বিভাগের ভর্তির আবেদনপত্র উত্তোলন ও জমাদানের সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়নো হয়েছে।

ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu এ পাওয়া যাবে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি গবেষণা কোর্সের ভর্তির বিজ্ঞপ্তিতে দেয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।