ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে না ইবি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে না ইবি ছবি: বাংলানিউজ

ইবি (কুষ্টিয়া): গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে না ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।  

সোমবার (০৯ নভেম্বর) প্রশাসন ভবনের সভাকক্ষে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, একটি বিভাগ ছাড়া সব বিভাগের সভাপতি ও ভর্তি পরীক্ষা কমিটির অন্য সদস্যরা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার বিপক্ষে মত দেন। পাশাপাশি আগের নিয়মেই ভর্তি পরীক্ষা নেওয়ার মতামত ব্যক্ত করেন। তাদের মতামতের ভিত্তিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।  

ভর্তি পরীক্ষার তারিখ ও দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে কি-না এ সম্পর্কে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ জানান, ভর্তি পরীক্ষা কমিটির পরবর্তীকালে সভায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে। আগের মতো এ বছরও দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকবে।

বেলা ১১টা থেকে অনুষ্ঠিত সভায় ৩৪টি বিভাগের সভাপতি, আটটি অনুষদের ডিন, আটটি হলের প্রভোস্টসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।