ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
ঢাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. লি জ্যাং কিয়ুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (১১ নভেম্বর) উপাচার্যের কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন।

এ সময় দক্ষিণ কোরিয়ান দূতাবাসের ডেপুটি চিফ মি. চিওল-স্যাং কিম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান যৌথ শিক্ষা, গবেষণা ও অন্যান্য কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, কোইকা এবং দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা, গবেষণা ও অন্যান্য কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান রাষ্ট্রদূতকে সংক্ষিপ্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

উপাচার্য বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক-শিক্ষার্থী দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা বিশেষ করে পিএইচ ডি ডিগ্রি অর্জন করেছেন, তারা শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে উভয় দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. লি জ্যাং কেয়ান বলেন, দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘকাল ধরে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের কোরিয়ান ভাষা শিক্ষা, সেন্টার ফর ইনোভেশন ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ ও অন্যান্য ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সঙ্গে যৌথ সহযোগিতামূলক শিক্ষাও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় দক্ষিণ কোরিয়ান রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য আখতারুজ্জামান।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।