ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নির্ধারিত সময়ে হবে না ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
নির্ধারিত সময়ে হবে না ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা ফাইল ছবি

ঢাকা: করোনা ভাইরাস মহামারির কারণে ২০২১ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তি নিয়ে বুধবার (২৫ নভেম্বর) অনলাইন সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এ কথা জানান শিক্ষামন্ত্রী।


 
তিনি বলেন, আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা তিন মাসের একটি সংক্ষিপ্ত সিলেবাস করেছি। সেই আলোকে তাদের তিন মাস ক্লাস করাতে চাই। সে কারণে হয়তবা এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২/১ মাস পিছিয়ে যাবে।
 
প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়।
 
দীপু মনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এসএসসি ও এইচএসসির শিক্ষার্থীদের ছয় দিন ক্লাসে আনা হবে। অন্য শ্রেণির শিক্ষার্থীরা দু’একদিন স্কুলে এসে ক্লাস করবে পাশাপাশি তাদের অনলাইন ক্লাসও চলবে।
 
করোনা ভাইরাসের কারণে চলতি বছরের জেএসসি-জেডিসি এবং এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। আর গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

আরও পড়ুন>> এবার প্রথম থেকে নবম শ্রেণিতে লটারিতে ভর্তি: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এমআইএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।