ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

‘ভাস্কর্য নিয়ে বিতর্কের সুযোগ নেই’

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
‘ভাস্কর্য নিয়ে বিতর্কের সুযোগ নেই’ মানববন্ধন

শাবিপ্রবি (সিলেট): কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রসঙ্গে ভাস্কর্য নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে শাবিপ্রবি শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

উপাচার্য বলেন, বাংলাদেশে ভাস্কর্য নিয়ে বিতর্কের সুযোগ নেই। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন মুসলিম ও অমুসলিম দেশে ভাস্কর্য আছে। আমরা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি, তখন কিছু দুর্বৃত্ত ধর্মের নামে উস্কানিমূলক কথা বলছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের আর বাড়তে দেওয়া যাবে না।

তিনি বলেন, এদেশে থাকতে হলে সংবিধানের নিয়ম মেনে চলতে হবে। অন্যথায় তাদের এ দেশ থেকে বের হয়ে যেতে হবে।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জহির বিন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান ও বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. আব্দুল গণি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।