ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ভাস্কর্য বিরোধী বক্তব্য সভ্যতা বিধ্বংসী: ঢাবি ভিসি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
ভাস্কর্য বিরোধী বক্তব্য সভ্যতা বিধ্বংসী: ঢাবি ভিসি বক্তব্য রাখছেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ছবি: জি এম মুজিবুর

ঢাকা: বাংলাদেশে ভাস্কর্য বিরোধী উগ্র বক্তব্য সভ্যতা বিধ্বংসী বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।  

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।

 

ঢাবি ভিসি আরও বলেন, সাম্প্রদায়িক যে কোন অপশক্তি রুখে দেওয়া হবে। নতুন করে কোন সাম্প্রদায়িক শক্তি ক্ষণিকের জন্য মাথাচাড়া দিলেও চিরস্থায়ী হবে না।

বঙ্গবন্ধু ও বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ১৯৭৫ সালে ঘাতকরা যদি বঙ্গবন্ধুকে হত্যা না করতো। ১৯৭১ সালে যদি  বুদ্ধিজীবীদের হত্যা না করতো তবে বাংলাদেশ আজকের স্থানে অনেক আগে পৌঁছে যেত। তারপরও আমাদের প্রাপ্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এমআইএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।