ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
শাবিপ্রবিতে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাবিপ্রবি (সিলেট): করোনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি থেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, আগামী ১৭ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে করোনায় আটকে থাকা বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষার প্রথম ধাপে নেওয়া হবে মাস্টার্স ও অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা। পরবর্তীতে ক্রমান্বয়ে অন্য বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া করোনা পরিস্থিতি বিবেচনা করে যে পরীক্ষাগুলোর সময় তিন ঘণ্টা ছিল তা কমিয়ে দুই ঘণ্টা ও দুই ঘণ্টার পরীক্ষাগুলোকে এক ঘণ্টার মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশ অনুযায়ী পরীক্ষার সময় আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মেয়েদের ক্ষেত্রে আবাসন ব্যবস্থা করতে অসুবিধায় পড়লে তাদের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সার্বিক বিষয়ে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা শিক্ষার্থীদের সেশনজটমুক্ত করতে এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সঠিক সময়ে বের হয়ে কর্মস্থলে যোগদান করুক। শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।