ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

আইইউবিএটিতে বিমান-পর্যটন শিল্পে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
আইইউবিএটিতে বিমান-পর্যটন শিল্পে ক্যারিয়ার বিষয়ক সেমিনার আইইউবিএটিতে বিমান-পর্যটন শিল্পে ক্যারিয়ার বিষয়ক ই-সেমিনার

ঢাকা: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদের উদ্যোগে ‘বিমান ও পর্যটন শিল্পে ক্যারিয়ার’ র্শীষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টা শুরু হওয়া ই-সেমিনারে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক হামিদা আখতার বেগম।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অডিট ও আইসিটি অনুবিভাগ) ড. ভুবন চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যায়ের সহকারী অধ্যাপক (এফবিএস) ড. সমশাদ নওরীন, সাবের ট্র্যাভেল নেটওয়ার্ক (বাংলাদেশ) লিমিটেডের কান্ট্রি জেনারেল ম্যানেজার ও সিইও মোহাম্মদ সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (এফবিএস) বিপ্লব রায়, ট্যুরিজম উইন্ডো লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মাসুম।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদের চেয়ারম্যান শেখ এরশাদ হোসেন। আরও বক্তব্য রাখেন অনুষদের কো-অর্ডিনেটর ফারজানা-আল-ফেরদৌস এবং ইউসুফ হোসেইন খান। অনুষদের মোহাম্মদ আবু হোরায়রা সেমিনারে আমন্ত্রিত সব অতিথি বক্তা এবং অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান।

সেমিনারটি সঞ্চালনা করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষক অপর্ণা দেবী এবং  ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ মোফাচ্ছেরুল ইসলাম।

সেমিনারে করোনাকাল এবং পরবর্তী সময়ে পর্যটন শিল্পে ক্যারিয়ার কীভাবে গড়া যায়, তা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।