ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

নবাবগঞ্জে কেপি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির কমিটি গঠন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
নবাবগঞ্জে কেপি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির কমিটি গঠন সভাপতি ড. সামছুদ্দোহা খন্দকার ও সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।  

কমিটিতে বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) ড. সামছুদ্দোহা খন্দকার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিদ্যালয়টির সাবেক সিনিয়র শিক্ষক মো. আব্দুস সালাম এবং কোষাধ্যক্ষ হয়েছেন শেখ আব্দুস সালাম।

 

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মাজেদ খন্দকার, আল মেরাজ, মো. নাসির উদ্দিন ও মো. নুরুল ইসলাম মোল্লা।  

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিদ্যালয়টির অফিস ভবনের হলরুমে সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠিত হয়।

নির্বাচন কমিশনার ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, শিক্ষক নিরঞ্জন কুমার সরকার ও মো. এনায়েত হোসেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।