ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নতুন বইয়ের ঘ্রা‌ণে ক্ষু‌দে শিক্ষার্থী‌দের উচ্ছ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
নতুন বইয়ের ঘ্রা‌ণে ক্ষু‌দে শিক্ষার্থী‌দের উচ্ছ্বাস

বরিশাল:  ‘নতুন বছর, নতুন দিন, নতুন বই‌য়ে হোক র‌ঙিন’ এই প্রতিপাদ্যকে সাম‌নে রে‌খে ব‌রিশা‌লে বই উৎসব অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (১ জানুয়ারি) সকা‌লে ব‌রিশাল নগরীর ১১১ নম্বর সিসটারস ডে সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের হল রু‌মে ক্ষু‌দে শিক্ষার্থী‌দের হা‌তে নতুন বই তু‌লে দি‌য়ে বই উৎস‌বের উদ্বোধন ক‌রেন ব‌রিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।



বই উৎস‌বের উদ্বোধনী অনুষ্ঠানে অজিয়র রহমান ব‌লেন, ক‌রোনা মহামা‌রির ম‌ধ্যেও বর্তমান সরকারের প্রচেষ্টায় শিক্ষার্থী‌দের পড়া‌শোনায় যা‌তে ব্যাঘাত না ঘ‌টে সেই কথা চিন্তা ক‌রে নতুন বই বছ‌রের প্রথম দিনই বিতরণ ক‌রা হ‌য়ে‌ছে। সরকারের কা‌ছে শিক্ষার উন্নয়নের প্রাধান্য বে‌শি।

বই বিতরণ উৎস‌বে ব‌রিশাল সদর উপ‌জেলা শিক্ষা কর্মকর্তা র‌ফিকুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অতিথি ছি‌লেন অতি‌রিক্ত জেলা প্রশাসক প্রশান্ত বিশ্বাস, জেলা প্রাথ‌মিক শিক্ষা অফিসার ল‌তিফ মজুমদার ও সদর উপ‌জেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রা‌খেন বিদ্যাল‌য়টির প্রধান শিক্ষক মাহাফুজা বেগম। এদিন নতুন বই পে‌য়ে উচ্ছ্বাস প্রকাশ ক‌রে ব‌রিশা‌লের ক্ষু‌দে শিক্ষার্থীরা।

ব‌রিশাল বিভা‌গে প্রাথ‌মিকের ১২ লাখ শিশু শিক্ষার্থীকে দেওয়া হ‌বে নতুন বই।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জানুয়া‌রি ০১, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।