রাঙামাটি: সারাদেশের ন্যায় করোনার মহামারি ঠেকাতে পার্বত্য জেলা রাঙামাটির কিছু কিছু স্কুলে সীমিত আকারে বই বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) সকাল থেকে জেলার স্কুলগুলোতে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে বই দেওয়া হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, রাঙামাটিতে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ৯৬ হাজার ১২৫ জন। শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা ছিলো ৩ লাখ ৯৪ হাজার ২২০টি। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি (চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা) শিক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৫৯১ জন। এসব শিক্ষার্থীদের জন্য তাদের মাতৃভাষার বইয়ের চাহিদা ছিলো- ৬২ হাজার ৩৯১টি।
তিনি আরও বলেন, চাহিদা অনুযায়ী সবগুলো বই সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। করোনার মহামারি ঠেকাতে কয়েক ধাপে পুরো জেলা জুড়ে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে এসব বই দেওয়া হবে। তবে করোনার জন্য এবারের বই উৎসবের কোনো আনুষ্ঠানিকতা পালন করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এনটি