ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের ভোট শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, জানুয়ারি ১, ২০২১
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের ভোট শনিবার

ঢাকা: প্রাথমিক শিক্ষার ইতিহাসে প্রথমবারের মতো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ ফজলে এলাহী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগামী শনিবার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিষদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে বাহার-আলীম-জিন্নাত এবং রাশেদা-কাশেম-রাজ্জাক পরিষদ ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর সহকারী শিক্ষা অফিসার থেকে উপ-পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) মো. দেলোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।